ছবি : ফটোশেসনে শাইখ স্পোর্টস ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা
দিনাজপুরের বিরামপুরের ক্রীড়া সংগঠক নাসির উদ্দিন খন্দকার লিটনের উদ্যোগ দেশের বৃহত্তম পিকনিক স্পট স্বপ্নপূরিতে শাইখ স্পোর্টস এর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় দেশের বৃহত্তম পিকনিক স্পট দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্ন পূরীতে শাইখ স্পোর্টসের লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের সাথে শাইখ স্পোর্টসের ফুটবল খেলোয়াড়দের মধ্যে শটপিচ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিরামপুর উপজেলার সাবেক-বর্তমান ক্রিকেটার ও ফুটবলার ছাড়াও যুবক ও কিশোরেরা অংশ গ্রহণ করে। খেলার মাঠ পরিণত হয়ে উঠে শাইখ স্পোর্টস দলের ছোট-বড়দের মিলন মেলায়।শাইখ স্পোর্টস লিজেন্ড ক্রিকেট একাদশ ও শাইখ স্পোর্টস তরুণ ফুটবল একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করে শাইখ স্পোর্টস তরুণ ফুটবল একাদশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেন। ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিজেন্ড ক্রিকেট একাদশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩রান করে পরাজিত হয়।
খেলা শেষে শাইখ স্পোর্টসের মিলন মেলায় শুভেচ্ছা বক্তব্য দেন শাইখ স্পোর্টস লিজেন্ড ক্রিকেট টিমের ১ম ক্যাপ্টেন মাসুম মোহাম্মদ শাওন। এছাড়াও শাইখ স্পোর্টস লিজেন্ড ক্রিকেট টিমের ২য় ক্যাপ্টেন ইসলামী ব্যাংক ফুলবাড়ি শাখার কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, শাইখ স্পোর্টস এর তরুণ ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাপ্পী,শাইখ স্পোর্টস এর নবীন ক্রিকেট টিমের ক্যাপ্টেন রায়হান, প্রবীণ ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় রফিকুল ইসলাম, শাইখ স্পোর্টসের নবীন ফুটবল টিমের ক্যাপ্টেন হীরা,দিনাজপুরের নবীন গোলকিপার রানা, ক্রিকেট টুর্নামেন্টের নবীন আম্পায়ার তাইফুর মোল্লা, শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার টি২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা,হাকিমপুর (হিলি) সোনালী ব্যাংক কর্মকর্তা মহররম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এস.কে ট্যুর এন্ড ট্রাভেলস এর সত্বাধিকারী শাহিন কাদির, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রোজোয়ান,আলী হোসেন,লাভলু, ইজারুল হকসহ অনেকে।
শাইখ স্পোর্টস এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন বলেন, আমার রক্তে রয়েছে খেলাধুলা, আমার পরিবারের সকলেই খেলা প্রেমী, আমার ছেলেও খেলা প্রেমী হওয়ায় বিরামপুর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তার নামে এ শাইখ স্পোর্টস এর উৎপত্তি। তিনি সকল খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন যে খেলোয়াড় শাইখ স্পোর্টসকে নিজের মনে করবে শাইখ স্পোর্টস তার পাশে থাকবে।
শাইখ স্পোর্টসের খেলোয়াড়দের মিলনমেলার ফেসবুক পেজ sports Zone Birampur ও md monzum Hossain mondol এ লাইভ সম্প্রচার করেন তিমন মার্ডি ও মন্জুম।
মতামত