খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, কার মাসিক বেতন কত !

প্রিন্ট
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, কার মাসিক বেতন কত !

প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, রাত ৯:৩৯ আপডেট : ১১ মার্চ ২০২৫, রাত ৯:৪২


২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য ২২ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ২২ জন ক্রিকেটারকে। চলুন জেনে নেওয়া যাক প্রত্যেক ক্যাটাগরিতে কে কত টাকা মাসিক বেতন পাবেন। 

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ মাসিক বেতন প্রাপ্ত ক্রিকেটার তাসকিন আহমেদ। এ প্লাস ক্যাটাগরিতে থাকা এই স্পিড স্টার প্রতি মাসে পাবেন ১০ লাখ টাকা। 

এ ক্যাটাগরিতে রয়েছেন চারজন ক্রিকেটার। প্রতিমাসে ৮ লাখ টাকা করে পাবেন তারা। এর মধ্যে রয়েছে নাজমুল হাসান শান্ত। প্রতিমাসে পাবেন ৮ লাখ টাকা। বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ রয়েছেন এই ক্যাটাগরিতে। তিনিও পাবেন ৮ লাখ টাকা প্রতিমাসে। এই ক্যাটাগরিতে রয়েছেন কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তার ঝুলিতেও থাকবে প্রতি মাসে ৮ লাখ টাকা। এই ক্যাটাগরির সর্বশেষ ক্রিকেটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম। তার মাসিক বেতন হবে ৮ লাখ টাকা। 



বি ক্যাটাগরীতে রয়েছে ৭ ক্রিকেটারের নাম। এই ক্যাটাগরিতে থাকা প্রত্যেক ক্রিকেটার প্রতিমাসে পাবেন ৬ লাখ টাকা করে। টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক রয়েছেন এই ক্যাটাগরিতে। প্রতিমাসে তার বেতন হবে ৬ লাখ টাকা। স্পিনার তাইজুল ইসলামও রয়েছেন এই ক্যাটাগরিতে । তিনিও পাবেন প্রতি মাসে ৬ লাখ টাকা। দলের অন্যতম সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এই ক্যাটাগরিতে। তিনি নিজের নাম প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছেন বিসিবিকে। কাটার মাস্টার মুস্তাফিজুর রয়েছেন বি ক্যাটাগরিতে। তার ঝুলিতেও থাকবে প্রতিমাসে ৬ লাখ টাকা। তরুণ তুর্কি তাওহীদ হৃদয় রয়েছেন এই তালিকায়। এছাড়া দুই স্পিড স্টার হাসান মাহমুদ ও নাহিদ রানা রয়েছেন বি ক্যাটাগরিতে। তারা প্রত্যেকেই প্রতি মাসে পাবেন ৬ লাখ টাকা করে। 

সি ক্যাটাগরির বেতন ধরা হয়েছে প্রতিমাসে চার লাখ টাকা করে। এ তালিকার প্রথমে রয়েছেন সাদমান ইসলাম। সৌম্য সরকারও রয়েছেন সি ক্যাটাগরিতে। প্রত্যেক মাসের তিনি পাবেন চার লাখ টাকা। তরুণ হার্ট হিটার কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক রয়েছেন এই ক্যাটাগরিতে। এছাড়াও ওপেনার তানজিদ হাসান, পেসার শরিফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন, পেশার তানজিদ হাসান সাকিব ও স্পিনার শেখ মাহেদী হাসান রয়েছেন সি ক্যাটাগরিতে। তারা প্রত্যেকেই প্রতিমাসে চার লাখ টাকা করে বেতন পাবেন। 

সর্বশেষ ডি ক্যাটাগরিতে রয়েছেন দুজন ক্রিকেটার। স্পিনার নাসুম আহমেদ ও পেশার খালেদ আহমেদ রয়েছেন এই তালিকায়। তার প্রত্যেককে প্রতি মাসে দুই লাখ টাকা করে বেতন পাবে। 

চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত এই ২২ জন ক্রিকেটার নতুন চুক্তিতে বেতন পাবেন।