বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফুলতলা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগরের সঞ্চালনায় ও আহব্বায়ক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ শশরা ইউনিয়নের দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেন, ৫ই আগস্টের পর দেশকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আমাদের দায়িত্ব শেষ হয়নি। আগামী নির্বাচনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। নতুন করে কর্মী সভার মাধ্যমে সেই কাজের গতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে। এরকম নতুন কমিটি দেয়া হবে। এই কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা স্থান পাবে।
এসময় নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।
মতামত