খেলাধুলা

দিনাজপুরে মাসব্যাপী বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

প্রিন্ট
দিনাজপুরে মাসব্যাপী বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

ছবি : দিনাজপুরের মাসব্যাপী বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন


প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:০০ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:১৭

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।

শনিবার দুপুরে শহরে ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে বার্ষিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। 

৭৭টি তালিকাভুক্ত দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অনুর্ধ্ব-৪৫ বছর বয়সী যেকোন পুরুষ ও নারী খেলোয়াড়ই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বালক ও বালিকা বিভাগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা মনোমুগ্ধকর পরিবেশে যেন খেলতে পারেন এবং দর্শকরা যেন সুষ্ঠ ও নিরাপদে খেলাগুলো উপভোগ করতে পারেন সেজন্য আয়োজকদের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ, প্রতিযোগিতার আহবায়ক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সদস্য সচিব রায়হানুল ইসলাম, 

মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দাদুবাড়ী গ্রান্ড রির্সোটের স্বত্ত্বাধিকারী নাসিরুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোঃ নুরজ্জামান (জামান), বাবু মানবেন্দ্র দাস মনোজ, শামীম কবির অপু, সৈয়দ মমতাজুল ইসলাম মনতা, শ্যামল কুমার ঘোষ ও আব্দুল মতিন প্রমুখ। খেলা পরিচালনা করেন জাহেদুর রহমান, আবুল কালাম আজাদ, শামীম শেখ, আতিকুর রহমান নিউ, শামসুল আলম, জহির শাহ্ ও আলাউদ্দীন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেেষ শহররে ঐতহ্যিবাহী সাংস্কৃতকি সংগঠন নবরূপীর পরবিশেনায় এবং রওনক আরা হক নীপার পরচিালনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরবিশেন করা হয়।