দিনাজপুর সদর

দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

প্রিন্ট
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪০



বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ বালুবাড়ীতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনের সঞ্চালনায় ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, প্রধান বক্তা জেলার সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলার যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মী সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে থাকে।‌ দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতে তৃণমূলের নেতৃত্বেও ত্যাগী নেতা কর্মীরা স্থান পাবে। এ সময় নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের পাশে থেকে কাজ করার কথা জানান বক্তারা।