ছবি : পার্বতীপুরে গণ ধর্ষনের ঘটনায় গ্রেফতার হওয়া তিন যুবক
দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী এক নারীকে গণ ধর্ষনের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, চন্ডিপুর ইউনিয়নের শালন্দার এলাকার দক্ষিন মন্ডলপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী এক সন্তানের জননী ঝর্ণা আখতার (২৮) নামে (ছদ্মনাম)
তার মায়ের সাথে বসবাস করে আসছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দীর্ঘদিন যাবৎ সন্ধ্যার পর নানা প্রলোভনে ফুসলীয়ে পার্শ্ববর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে পালাক্রমে তাকে গনধর্ষন করে আসছিলো অভিযুক্তরা। সম্প্রতি ওই নারী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে ভূক্তভোগী নারী এ ঘটনায় ওই এলাকার জেরাউল ইসলামের ছেলে জিহাদ (২২), সাদেকুল ইসলামের ছেলে রিফাত (২২) এবং মৃত মুকুল ইসলামে ছেলে সেলিম (২৪) এ তিন জনের বিরুদ্ধে ধর্ষনের বিষয়ে নিজ পরিবারের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে চন্ডিপুর ইউনিয়নের সাবেক এক ওয়ার্ড সদস্যের নেতৃত্বে তিনদিন আগে স্থানীয়ভাবে শালিশের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্ত তিন যুবকের পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে, শেষ পর্যন্ত জরিমানার টাকা ভুক্তভোগী পরিবারের কাছে পৌছায় নি বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ প্রতিবন্ধী ওই নারীর মা বাদী হয়ে দোষীদের বিচারের দাবীতে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।
মতামত