ছবি : ৩২ টাকায় পান্তা-ইলিশ, হাবিপ্রবি সিএসই ফ্যাকাল্টির বৈশাখী চমক
বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ফ্যাকাল্টি আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী উৎসবের।
নববর্ষের সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম।শোভাযাত্রা শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আয়োজিত হয় বাঙালিয়ানায় ভরা এক বিশেষ আপ্যায়ন—পান্তা-ইলিশ। চমকপ্রদ বিষয় হলো, এই আয়োজনের শুভেচ্ছামূল্য নির্ধারণ করা হয় মাত্র ৩২ টাকা। পান্তার সঙ্গে ছিলো ইলিশ ছাড়াও বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা সহ নানা পদের মুখরোচক খাবার।কম খরচে এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকের ভাষায়, “শুধু পেট নয়, মনটাও ভরে গেছে।”উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলো ফ্যাকাল্টির শিক্ষার্থীরা, যারা দিনভর নিজেদের মতো করে সাজিয়ে তোলে প্রিয় বিভাগকে।এ বিষয়ে জানতে চাইলে সিএসই ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন বলেন,পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে আজকে সিএসই অনুষদের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা।
প্রায় পাঁচ-ছয় বছর ধরে করোনা পরিস্থিতি এবং পরবর্তী কয়েকটি বছর রোজা থাকার কারণে আমাদের ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপন হয়নি। এ বছর প্রশাসনের উদ্যোগে একদম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আমাদের ফ্যাকাল্টি থেকে প্রায় ৪০০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিচ্ছে এবং ১৪৩২ সাল উপলক্ষে প্রতিজনের জন্য ৩২ টাকা করে টোকেন মানি রাখা হয়েছে।
আজকের এই প্রাণচঞ্চল ক্যাম্পাস দেখে খুব ভালো লাগছে। ক্যাম্পাসের এই রব রব পরিবেশ সত্যিই উপভোগ্য। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা সবাই নতুন পোশাকে এসেছে, আর প্রতিটি অনুষদ এত সুন্দর করে সাজানো হয়েছে—দেখে সত্যিই খুব ভালো লাগছে।
মতামত