ফুলবাড়ী

ফুলবাড়ীতে যৌথবাহিনী অভিযানে প্রতিবন্ধী শিশু ধর্ষন মামলার আসামী আটক

প্রিন্ট
ফুলবাড়ীতে যৌথবাহিনী অভিযানে প্রতিবন্ধী শিশু ধর্ষন মামলার আসামী আটক

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, রাত ১১:৫৬


দিনাজপুরের ফুলবাড়ী এলুয়াড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামের ইদ্রিস আলীর প্রতিবন্ধী শিশু কন্যাকে গত ২২ মার্চ পাশের বাড়ীর ওপেন চন্দ্র এর পুত্র পরিতষ চন্দ্র (৪২) জোরপুর্বক ধর্ষন করে। 

এ বিষয়ে শিশুটির পিতা বাদি হয়ে ঘটনার দিন ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন । 

মামলার প্রেক্ষিতে অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুলের আদেশে এসআই মো. বুলু মিয়ার সার্বিক সহযোগিতায় মামলার পালাত আসামি আটকের ছায়া তদন্ত নামে দিনাজপুর র‌্যাব-১৩ (১২ এপ্রিল) শনিবার দুপুর ১২ টার সময় পার্বতীপুর থানা আমবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে আসামী পরিতষ গ্রেফতার করেন।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, র‌্যাব-১৩ তাকে আটক করে। ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে পূর্বেই মামলা দেওয়া আছে সেই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।