সারাদেশ

পাঁচবিবির কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-৩

প্রিন্ট
পাঁচবিবির কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-৩

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কড়িয়া ক্যাম্পের বিজিবি সদসরা।

আজ বৃহস্প্রতিবার ভোরে কড়িয়া বিওপি কমান্ডার নায়েক আব্দুল্লাহর নেতৃত্বে একটি বিশেস টহল দল উপজেলার কড়িয়া সীমান্তের ২৭৮ মেইন পিলার হতে ১.৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে বড় কড়িয়া নামকস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলো জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের পুত্র মোঃ জাকিরুল ইসলাম(৩৫), শামসুল ইসলামের পুত্র মোঃ রাজু আহমেদ(২৮), ও (৩) মোঃ মিনহাজ হোসেন(২৪)। এসময় দুটি মোটরসািকেল, ৩টি ফোন সহ নগদ টাকা উদ্ধার করেছেন।আটক মাদক চোরাকারবারিদের জয়পুরহাট সদর থানায় সোর্পদ করা হয়েছে।

১৪ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, (পিবিজিএম, পিবিজিএমএস) সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।