ছবি : দিনাজপুরে জাগপার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
পলাতক ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর মজলুমদের হত্যা করে তাদের ক্ষমতা স্থায়ী করার পথ বেছে নেয়। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি এদেশের জনগন আর কোনোভাবেই মেনে নেবে না। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না।
১৯৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান-এঁর স্মরণে আজ রোববার দিনাজপুরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বক্তারা আরো বলেন, ‘শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুর কোতয়ালী থানায় পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। আর পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তি বলে জাতিকে বিভক্ত করে নিজের আখের গুছিয়েছে। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ ২০২৪ এর ৩৬ জুলাই হাসিনা নিজের জান নিয়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। এখন আবার বাংলার স্বাধীন পতাকা খামছে ধরার পরিকল্পনায় মাঠে নেমেছে। এদেশের জনগনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। প্রয়োজনে ছাত্র-জনতা আবার রক্ত দিয়ে তা রূখে দেবে।
দিনাজপুর জেলা জাগপার সভাপতি এ্যাড. মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম ননী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাগপার যুব বিষয়ক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম।
দিনাজপুর জেলা যুব জাগপার সভাপতি গোলাম বাকী হৃদয়ের প্রানবন্ত সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা জাগপার সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী, যুগ্ম আহবায়ক মিস্টার আলী, সাংগঠনিক সম্পাদক অরুণ মহন্ত, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি মোঃ আল আমিন, জেলা জাগপার মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা পারভীন, মহিলা জাগপা নেত্রী রেনু বেগম প্রমূখ। শেষে দেশ, জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন যুব জাগপার সভাপতি গোলাম বাকী হৃদয়।
মতামত