ছবি : নতুন কমিশনে কুট পরিকল্পনার প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত।
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর ক‚ট পরিকল্পনার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে অবস্থান কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনীয়া, অফিস সহায়ক শাখাওয়াত হোসেন, স্ক্যানিং অপারেটর শরিফুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর আশিকা পারভিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় শুরু হওয়া কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। এসময় নির্বাচন অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করেন সংশ্লিষ্টরা।
মতামত