দিনাজপুরের কাহারোলে গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বারের মৃত্যুর মামলায় ভাতিজা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদেরকে জেলার সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার জোত মুকুন্দপুর এলাকার নিহত আব্দুল জব্বারের ভাতিজা আব্দুল ওয়াদুদ (৫৩) এবং ওয়াদুদের স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।
এর আগে ১১ ফেব্রুয়ারি গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে নিহত হন আব্দুল জব্বার।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে স্ত্রীসহ আত্মগোপনে ছিলেন আব্দুল ওয়াদুদ। তাদেরকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বুধবার ভোরে তাদেরকে সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে একটি কদম গাছ কাটা নিয়ে ভাতিজা আব্দুল ওয়াদুদের সাথে বাকবিতন্ডা হয় চাচা আব্দুল জব্বারের। উত্তেজনার এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাত চাচার মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল জব্বার। এ ঘটনায় ১২ ই ফেব্রুয়ারি কারোল থানায় একটি মামলা দায়ের করেন নিহত ছেলে রেজা হোসাইন পলাশ।
মতামত