ছবি : প্রতীকী ছবি
সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রাম,চারিপাশে নদী-নালা মাছে ভরা তার প্রাণ। বালক-বালিকা খেলে লুকোচুরি খেলা,গ্রামের নেই আর পাখপাখালির মেলা।
দিনে দিনে হারিয়ে যাচ্ছে গ্রামের কোলাহল, নিস্তব্ধ জনপদ কিংবা পরিবেশ প্রকৃতি,নেই কোথাও একটু জনমনে স্বস্তি।
বাঁশঝাড় কিংবা গাছের ডগায় দেখা মিলে না আর বক শালিক,কোকিল ময়না কাকের বাসা।
ভোর বেলাতে আর আসে না শালিক পাখির হাক,সন্ধ্যা বেলায় আর শোনায় না কিচিরমিচির ডাক।
বাঁশ ঝাড়েতে উঁকি দেয় না বক ছানার মাথা,ছোট খোকা কয় না আর ঐ যে বকের মাথা।
তাল গাছে তে দেখা নেই বাবুইপাখির বাসা, কাক আর ডিম পাড়ে না কোকিল মামার আশায়।
বসন্তে আর ডাকে না মা কোকিল কিংবা ছানা, দোয়েল পাখি আর উড়ায় না ফুড়ুৎ ফুড়ুৎ পাখা।
গাছগাছালি উজার হওয়ায় বাসা বাঁধে না তারা,শিকারীর তীর ধনুকে গ্রাম হলো ছাড়া। শহরেতে মিলে না ঠাঁই বন্দুকের নলে,আওয়াজ শুনে দে দৌড় অন্য বাসার খোঁজে।
গ্রামে কি আর থাকবে না গো সবুজ শ্যামলের আশা,ইট-পাথরে বাঁধা পড়েছে মানব জাতির মাথা।
মানুষ কি তুই হবি না বল? রাখবি না গ্রামের কোলাহল।
সোহেল রানা
হিলি,দিনাজপুর
গণমাধ্যমকর্মী
মতামত