কাহারোল

ছুরিকাঘাতে নিহত মাহির কবর জিয়ারত করলেন পুলিশ

প্রিন্ট
ছুরিকাঘাতে নিহত মাহির কবর জিয়ারত করলেন পুলিশ

ছবি : নিহত মাহির কবর জিয়ারত করছেন পুলিশ সদস্যসহ অন্যান্যরা


প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:০৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছুরি দিয়ে কুপিয়ে হত্যার শিকার সৌরভি মাহি আক্তারের কবর জিয়ারত করেছেন পুলিশ সদস্যরা।

আজ শনিবার মামলার সুষ্ঠু তদন্তে গিয়ে কাহারোল উপজেলার ১৩ মাইল দ্বীপনগর বগুড়াপাড়া গ্রামের কবর জিয়ারত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, এস আই শামসুল আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা। কবর জিয়ারত শেষে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৃত মাহি আক্তারের বাবা জুয়েল ইসলাম, কাহারোল উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ৫ নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি বিএনপি নেতা মতিয়ার রহমান মতি, কাহারোল উপজেলা ছাত্রদলের আহবায়ক  ফরহাদ হোসেন, যুবদলের নেতা বাইজিদ সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়ের রানার ১৫ বছর বয়সী মেয়ে। এ সময় তার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে আরিফ হোসেন। সে প্রবেশ করেই নামাজরত অবস্থায় কিশোরীকে কোমড়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় কিশোরী চিৎকার চেচামেচি করলে আরিফ হোসেন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মৃত্যুবরণ করে ওই কিশোরী। 

নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় বখাটে যুবক কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৮)কে ওই রাতেই গ্রেফতার করে পুলিশ। ওই আসামী বর্তমানে কারাগারে রয়েছেন।