খোলা কলম

পরগাছা

প্রিন্ট
পরগাছা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:২৭



সুখের আশায় পেঁচিয়া তোরে উঠিলাম গাছের ঘারে,বয়ে গেলাম পাতায় পাতায় রয়ে গেলাম ডালে।

খাবার আশায় চাহিয়া থাকি গাছেরও তরে,খাদ্য যদি না থাকে হায় তাহারো ভান্ডারে,ক্ষুধার্ত থাকিলাম গাছেরও ভরে।

গাছ বলে ভাই লতা তুই মোরে অভিশাপ, পাই না খাবার কেমনে তোরে দিবো ভাগ।

মানুষ জাতির হেলাফেলায় আগের মতো পাই না খাবার,উজাড়েতে উল্লাস তাদের, রোপণে নেই অভ্যাস। 

লতা বলে লতারও তো মন খারাপ হয় গাছ কি তা বোঝে? পরগাছা হওয়ায় মূল্য নাই তাতে।

গাছ বলে ওহে ভাই লতা তুই এমনিই পরগাছা, কেমনে বুঝি তোর মনের ব্যথা।

লতা বলে ওহে ভাই গাছ দিস না মোরে ব্যথা,পরের ঘারে বেঁধে বাসা নষ্ট সব আশা।


সোহেল রানা

হিলি,দিনাজপুর 

গণমাধ্যমকর্মী