ছবি : ক্যান্সার দিবস পালিত
“ইউনাইটেড বাই ইউনিক” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৫ উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুর শাখার আয়োজনে এবং বিকন ফার্মাসিটিউক্যাল এর সহযোগিতায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের হলরুমে নারী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ক্যান্সার সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি দিনাজপুর শাখার কোষাধ্যক্ষ মোঃ জামিনুল ইসলাম জুয়েল। জরায়ু মুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন বিসিআরসি দিনাজপুর শাখার সভাপতি ডাঃ হাফিজুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজিস্ট অনারারি কনসালটেন্ট ডাঃ মোঃ মহিবুর রহমান নীরব, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শরমিন আক্তার সুমি, নিউরো সার্জন ডাঃ মোঃ সারওয়ার মোর্শেদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রইচ উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ জহরুল হক ও বিকন ফার্মাসিটিক্যাল লিঃ এর সিনিয়র অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিআরসি দিনাজপুর শাখার নির্বাহী সদস্য মনোয়ারুল হক মার্শাল, আজীবন সদস্য মোঃ মবিনুর রহমান, নির্বাহী সদস্য আবেদুর রহমান রাজা ও নির্বাহী সদস্য সনদ চক্রবর্তী লিটু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিআরসি’র সদস্য অনুপমা পান্ডে। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ আদনাইন জুলফিকার ও মোঃ সানোয়ার ইসলাম। বক্তারা বলেন, ২০১৮ সালে বিশ্বে ১৮৫টি দেশে প্রায় ৩৬ রকমের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৯৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত রয়েছে এবং প্রতি বছর নতুন করে আরও ১ লাখ ৫০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার রোগীর প্রায় ২৫ ভাগ পুরুষ ফুসফুস ক্যান্সার এবং ৩০ ভাগ মহিলা ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এরজন্য বিশেষ করে বাল্য বিবাহসহ বিভিন্ন ধরনের খাদ্যের কারণে এ রোগ প্রতিনিয়ত বাড়ছে। এব্যাপারে সচেতনতা বড় চিকিৎসা।
মতামত