খানসামা

খানসামায় জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
খানসামায় জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:২৫


দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খানসামা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার নারী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নারীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।