ঘোড়াঘাট

ঘোড়াঘাটে চ্যাম্পিয়ন বালিকা ফুটবলারদের ডা.জাহিদ হোসেনের পুরস্কার

প্রিন্ট
ঘোড়াঘাটে চ্যাম্পিয়ন বালিকা ফুটবলারদের ডা.জাহিদ হোসেনের পুরস্কার

প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:১৮



দিনাজপুরের ঘোড়াঘাটে ৫২ তম গ্রীষ্মকালীন উপজেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবল খেলায় ঘোড়াঘাট আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: জাহিদ হোসেন দলটিকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার পৌঁছে দেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

পুরস্কার পেয়ে দলটির অধিনায়ক পুতুলি আকতার বলেন, ডা. জাহিদ স্যারের পুরস্কার পেয়ে আমরা খুবই আনন্দিত। ইতিবাচক অগ্রগতির জন্য এই পুরস্কার আমাদের অনুপ্রেরণার হিসাবে কাজ করবে। তাছাড়া নারী ফুটবলাররা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তারা দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম। একটি সুসংগঠিত পরিকল্পনা ও সমর্থন পেলে তারা পুরুষ ফুটবলারদের চেয়েও বেশি সফলতা অর্জন করতে পারবে।

এ সময় জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.জাহিদ হোসেন স্যার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। আগামীতে যাতে আরও বড় সাফল্য নিয়ে আসতে পারে এই জন্য অনুপ্রেরণা স্বরূপ মেয়েদের জন্য পুরস্কার দিয়েছেন।আমরা বিশ্বাস করি, জেলার বড় কোনো টুর্নামেন্ট ও বড় কোনো ট্রফি তারা জিতব।

তিনি আরও বলেন, পিছিয়ে থাকা নারী ফুটবলারদের এগিয়ে নিতে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেখানে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং একটি পূর্ণাঙ্গ নারী ফুটবল লিগ আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। 

এ সময় আর উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর ফুটবল খেলায় উপজেলার ৮টি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার অংশ গ্রহণ করে। সবাই কে হারিয়ে ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্যাপশনঃ চ্যাম্পিয়নদের হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।