বীরগঞ্জ

বীরগঞ্জে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১৮০ টাকা

প্রিন্ট
বীরগঞ্জে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১৮০ টাকা

প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৫, রাত ৯:৫২


দু'দিনের ব্যবধানে কেজি প্রতি কাঁচা মরিচে ১৮০ টাকা কমে বর্তমানে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আর খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

দীর্ঘদিন ধরে কাঁচা মরিচের দাম আকাশছোঁয়ার মত পরিস্থিতি ছিলো। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মুখে। বুধবার  সকালে পৌরশহরের দৈনিক  বাজার,বলাকা মোড়সহ বিভিন্ন স্থানে  ঘুরে দেখা গেছে, সোমবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ৩৬০ টাকা। তা নেমে এসেছে ১৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুরু হওয়ার পর থেকেই সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। 

এর আগে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় সীমান্তে পচনশীল পণ্যের সরবরাহ কমে গিয়েছিল। বীরগঞ্জ এতে পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের  আশপাশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৩৬০ টাকায়। তবে শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় দাম কমে যায়। পৌর বাজারের ক্রেতা জগদীশ চন্দ্র রায়  বলেন, পরশুদিন ৩২০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। আজ ১৬০ টাকায় কিনলাম। আমরা নিম্ন আয়ের মানুষ, দাম কমায় অনেক স্বস্তি লাগছে।

বলাকা মোড়ে খুচরা ব্যবসায়ী আব্দুল জলিল জানান, গতপরশু পাইকারি ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি করেছি, আজ বিক্রি করছি ১৬০ টাকায়। দাম একেবারে পড়ে গেছে।  এখন পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি দরে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছি। আশা করছি, সামনে দাম আরও কিছুটা কমবে। দাম অর্ধেকে নেমে আসায় ক্রেতা-বিক্রেতা সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।