জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি প্রতিনিয়ত শখ করে ঘরে পোষা পশু-পাখিরও চিকিৎসা চলছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে স্কুল ছাত্রী রায়েতা ঐশী খুব যত্ন সহকারে কোলে করে একটি বিড়ালটি নিয়ে হাজির হয়। পাঁচবিবি পৌরসভার পোস্ট অফিস পাড়ার সেনাসদস্য এস এম তাহের এর মেয়ে ঐশী দিনাজপুরের হিলিতে অবস্থিত ফেরদৌস আলী খান স্কুলে দশম শ্রেণীতে পড়ালেখা করে।
মেক্সিকান জাতের বিদেশি বিড়ালটি ঐশীকে তার আন্টি উপহার দেয়। বিড়ালটিই এখন তার একমাত্র খেলার সাথী। ঐশী তার শখের বিড়ালটি প্রতিদিন নিয়মিত গোসল, খাওয়া দাওয়া সহ যাবতীয় দেখভাল করে। গত ৩'দিন থেকে বিড়ালটির দূরান্ত পনা, খাওয়া-দাওয়া, খেলাধুলা ও এদিক-সেদিক ছুটাছুটি প্রায় বন্ধ করে দিয়েছে। এজন্য প্রাণিসম্পদ অফিসে বিড়ালটি নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। ডাক্তার কিছু খাওয়ার ঔষধ ও ইঞ্জেকশন দিয়েছে। ঢাকার একটি প্রাণী বিক্রয় সেন্টার থেকে ৩৫'হাজার টাকায় কিনে দিয়েছেন। আন্টির দেওয়া ৩'মাস বয়সের বিড়ালটি কেট ফুট, বয়েল করা মাছ মাংস খেলেও দুধ কিন্তু খায় না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, বিড়ালটি ঠান্ডা লেগে জ্বর হওয়ায় খাওয়া দাওয়া কম করছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বী প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে জ্বর কমলেই আগের মত স্বাভাবিক হবে। তিনি আরো বলেন, ঐশীর মত অনেকেই তাদের পোষা পাখি ও প্রাণীর চিকিৎসার জন্য আসে।
মতামত