বীরগঞ্জ

বীরগঞ্জে বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গ্রেফতার

প্রিন্ট
বীরগঞ্জে বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গ্রেফতার

প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:২২ আপডেট : ৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:২৬



চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা, কচুয়া উজেলার বাসিন্দা বহিরাগত এনানুল প্রতারনার অপরাধে গতকাল ৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জে গ্রেফতার হয়েছে। 

চাকুরী দেওয়ার ব্যর্থতায় এক ভুক্তভোগী নারী প্রতারক এনামুলের ভাড়া বাসায় টাকা ফেরৎ চাইতে গেলে ধারালো দা দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের কে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে! মহিলার শরীরে আঘাত ও শ্লীলতাহানী ঘটায়। এলাকাবাসীর বাঁধার কারণে পাওনাদার প্রানে বেঁচে যায়।

ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তের আনিয়া\'র বাসিন্দা জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৬ (ছয়) লাখ টাকা হাতিয়ে নেয় সিকান্দার আলীর পুত্র আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুল। 

দীর্ঘদিন চাকুরী না পেয়ে টাকা ফেরৎ চাইতে বীরগঞ্জ পৌরশহরের কলেজ পাড়ায় তার ভাড়াটে বাসায় এলে, টাকা না দিয়ে, উল্টো ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে, মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়। নিরুপায় মহিলা বাদি হয়ে থানায় অভিযোগ করলে ৬৬৩ নম্বর জিডি রেকর্ড করা এবং রাতেই এনামুল গ্রেফতার হয়।

প্রত্যক্ষদর্শী অনেকে বলেন, প্রতারক এনামুলের এটি নতুন কিছু নয়, চাকুরী দেয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার অগনিত-অসংখ্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা এবং আত্মগোপনে রয়েছে।

সীমাহীন ধূর্ত এনামুল নিজেকে একজন মানবাধিকার কর্মী, কখনো কখনো সরকারী বড় পদের অফিসার হিসেবে পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে।

থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রতারক এনামুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।