খানসামা

ঐতিহ্যবাহী পাকেরহাট জিয়ামাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
ঐতিহ্যবাহী পাকেরহাট জিয়ামাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩১



দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী পাকেরহাট জিয়ামাঠ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ৮ দলের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে পাকেরহাট জিয়ামাঠে উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন পাকেরহাট যুব সমাজ ফুটবল একাডেমির সভাপতি মোফাজ্জল হোসেন মোফা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সোয়েব হোসেন সিজু।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক আসাদুজ্জামান শাহসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মাঠে উৎসুক দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।