সারাদেশ

কাহারোলে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

প্রিন্ট
কাহারোলে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

ছবি : কাহারোল উপজেলা মানচিত্র


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৪০

দিনাজপুরের কাহারোল উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে,নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তবে সে আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। রবিবার (৫ অক্টোবর ২০২৫) কাহরোল উপজেলায় সকাল ১১টায় ২ নং রসুলপুর ইউনিয়নের  হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়(হেপা)এর ছেলে সুব্রত রায়(৩০) ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে শশুর বাড়ি গিয়ে পারিবারিক কলহের জের ধরে প্রথমে স্ত্রী ও পরে শাশুড়িকে কুপিয়ে সে পার্শ্ববর্তী একটি ধান খেতে গিয়ে  নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।   এলাকাবাসী গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনে ফোন দিলে কাহারোল থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে  কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার বেগতিক দেখে  তাকে মুমূর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে  পথি মধ্যেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সুব্রত রায় সাত বছর আগে শংকরপুর গ্রামের সনুরাম রায়ের মেয়ে বিউটি রানীকে বিয়ে করে। বিয়ের  কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক অশান্তির সৃষ্টি হলে বিচ্ছেদে পরিণত হয়। তারপরেও সুব্রত রায় স্ত্রীর টানে শ্বশুর বাড়ি যাওয়া আসা করতো। তারই এক পর্যায়ে ঘটনার দিন স্ত্রী ও শাশুড়ির সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হলে  এক পর্যায়ে বউ ও শাশুড়িকে আঘাত করলে জখম হয়ে তারা আহত হয়। পরে তার শাশুড়িকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও স্ত্রী বিউটি রানীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা হেফাজতের নিয়ে আসেন কাহারোল থানা পুলিশ।

কাহারোল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা নিশ্চিত করে জানান, ট্রিপল নাইনে ফোন করার পর কাহারোল থানা পুলিশ সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে কাহারোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুত্বর জখম সুব্রত কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথের মধ্যেই তার মৃত্যু হয়। এটা পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।