সারাদেশ

পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রিন্ট
পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪০



র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০'টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। পাঁচবিবি লাল বিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাস্থলে এসে সমবেত হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আওরঙ্গজেব আকন্দ, লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, সড়াইল কলেজের প্রভাষক আহসান হাবিব সহ অনেকেই।

আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন মন্ডল।