সারাদেশ

পাঁচবিবিতে পুজামন্ডব পরিদর্শন করলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা

প্রিন্ট
পাঁচবিবিতে পুজামন্ডব পরিদর্শন করলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা

প্রকাশিত : ১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৯ আপডেট : ১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪১



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও কুশল বিনিময় করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা পাঁচবিবি উপজেলা কমিটি। 

বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে দলবেঁধে প্রাক্তন সেনাসদস্যরা আসেন। এসময় তারা মন্দির কমিটি ও মন্দিরে আগত পুজারীদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।

সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সেকেন্দার আলী বলেন, দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব এমন শপথ গ্রহণ করেই আমরা সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। আজ আমরা সবাই চাকরি থেকে অবসর গ্রহণ করেছি তবুও দেশ ও জনগণের স্বার্থে কাজ করছি। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ মিজানুর রহমান মিজান, যতদিন বেঁচে থাকব সেনাবাহিনী থেকে নেওয়া শপথ অনুযায়ী কাজ করব। সেই আলোকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক সেই লক্ষ্যে আমরা কাজ করছি। 

তিনি আরো বলেন, কোন অপশক্তি যেন দূর্গা পূজার উৎসবের বিঘ্ন সৃষ্টি করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করছি। উপজেলার ৭৫\'টি দূর্গামন্দির আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করব বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন, বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দির কমিটির সভাপতি শ্রী দুলু প্রসাদ গোয়ালা, পুরোহিত শ্রী অনুপ বাগচীসহ সাবেক সেনাসদস্য।