খানসামা

পূজায় নানার বাড়িতে ঘুরতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রিন্ট
পূজায় নানার বাড়িতে ঘুরতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ছবি : প্রতীকী ছবি


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪১


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পূজায় নানার বাড়িতে ঘুরতে এসে পুকুরের পানিতে ডুবে স্নিগ্ধ রায় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত স্নিগ্ধ রায় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকার সুজন রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে খানসামার ছাতিয়ানগড় কৈপাড়ায় নানা বীরেন্দ্র সরকারের বাড়িতে আসে স্নিগ্ধ রায়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সবার অগোচরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “এমন অপমৃত্যু রোধে সবাইকে সচেতন থাকতে হবে।”