সারাদেশ

পুলিশ সবার বন্ধু-সহকারী পুলিশ সুপার "তুহিন রেজা"

প্রিন্ট
পুলিশ সবার বন্ধু-সহকারী পুলিশ সুপার "তুহিন রেজা"

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩৫



কোথায়ও কোন অঘটন ঘটলে সবার আগে পুলিশই হাজির হয়। সাধারণ মানুষ দিনশেষে ঘুমের ঘরে অচেতন থাকে অপরদিকে পুলিশ রাত জেগে সেই সব মানুষগুলোর নিরাপত্তা দেয়। 

সোমবার দিনব্যাপী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন কালে মন্দির কমিটি ও ভক্তদের উদ্দেশ্যে এমন কথা বলেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা। তিনি আরো বলেন, আপনাদের শারদীয় দুর্গোৎসব পালনে পুলিশ সবসময় পাশে আছে। 

এরপরও যদি কোন অপশক্তি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করে বিষয়টা তৎক্ষনিক আমাদের জানাবেন বাকিটা আমাদের দ্বায়িত্ব।

সহকারী পুলিশ সুপার তুহিন রেজা সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় কোন অপৃতিকর ঘটনার সৃষ্টি কেউ করতে না পারে পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা পাঁচবিবি সার্কেল অফিস ও থানা পুলিশ পর্যায়ক্রমে দিনরাত উপজেলার সবগুলো পুজা মন্ডব পাহাড়া দেওয়া হচ্ছে। প্রতীমা বিসর্জন না হওয়া পর্যন্ত পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।