দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১টি ২ লিটার সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে।
এই ঘটনায় জড়িত উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক করেছে থানা পুলিশ। এসময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।
টিসিবি ডিলার মো: রেজাউল করিম বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি রাখা হয়েছিল। ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায় ৫১ বোতল তেল অদৃশ্য। পরে বিষয়টি জানাজানি হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতরা হলরুমের জানালার গ্রিলের পাল্লা সরিয়ে চুরি করেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “টিসিবির তেল চুরির ঘটনায় আটক এক যুবককে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনা তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত