মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়ি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০\'হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাকিল আহম্মেদ বলেন, গতকাল শনিবার পাঁচবিবির কয়া গ্রামের খোরশেদের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ ফিরোজা নামের এক মহিলাকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মতামত