খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: স্থানীয় যুবকদের উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট শাপলা চত্বর পেয়েছে নতুন রূপ। ফোয়ারায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে শাপলাটি নতুন ভাবে রঙ করে নান্দনিক রুপ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চলে। এতে স্থানীয় যুবক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
উদ্যোগের অন্যতম সংগঠক ডেন্টিস্ট রেজওয়ানুল হক রাব্বি বলেন, “ক্লিন খানসামা সংগঠনের ব্যানারে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। পাকেরহাট শাপলা চত্বর পরিষ্কারের মধ্য দিয়েই এই কার্যক্রমের সূচনা হলো।”
মতামত