ঘোড়াঘাট

ঘোড়াঘাটে জামাতনেতা বিএনপিতে; সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে

প্রিন্ট
ঘোড়াঘাটে জামাতনেতা বিএনপিতে; সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৫৪


মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওসমানপুর জামায়াত অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মো: মোফাখখায়ের ইসলাম মোল্লা লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ সেপ্টেম্বর কালবেলাসহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে জামায়াত নেতাসহ ৩জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান শীর্ষক খবরটি জামায়াতের উপজেলা আমির হিসাবে আমার দৃষ্টিগোচর হয়। সেখানে উল্লেখ করা হয়,উপজেলার সিংড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু জামাত নেতা। এছাড়া অপর দুইজন ইউপি সদস্যকে কোন কোন মিডিয়া জামায়াত নেতা বলে প্রচার করেছেন, যা সঠিক নয়। 

অপরদিকে ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৬ সাথে জামায়াত থেকে বহিস্কৃত হন। তখন থেকে বর্তমান পর্যন্ত জামায়াতের সাথে তাঁর কোন সম্পর্ক নেই। অতএব, সংবাদটি মিথ্যা, বানোয়াট ও অসত্য। অন্য দিকে সোনা মিয়া ৩নং ইউপি সদস্য মূলত আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষীত নেতা এবং মফিজুর হক ৮ নং ইউপি সদস্য আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতা।

তিনি আরও জানান, ওয়াহিদুজ্জামান বাবু কর্তৃক উপস্থাপিত বিষয়টি তাঁর একান্ত মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও অসত্য। ওয়াহিদুজ্জামান বাবু বলেছেন, ২০১২ থেকে ১৭ সাল পর্যন্ত তিনি জামায়াতের সাথে ছিলেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর তাঁর সাথে জামায়াতের কেউ যোগাযোগ না করায় তিনি বিএনপিতে যোগদান করলেন। তাহলে প্রশ্ন হলো এত দিন তিনি কোথায় ছিলেন? জনশ্রুতি আছে যে, বাবু মেম্বারসহ তিন জনই ২০২৪ সালের নির্বাচনে সক্রিয়ভাবে নৌকা মার্কার নির্বাচন করেছেন। যা প্রমাণ করে যে, ওনারা তিন জন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলেন। অতএব, প্রকাশিত উক্ত অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, মো: আলমগীর হোসেন জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য, মোফাখখায়ের ইসলাম মোল্লা উপজেলা আমির ঘোড়াঘাট উপজেলা,মো:ইমরান হোসাইন উপজেলা সেক্রেটারি, মো: আজিজুর রহমান সাবেক উপজেলা আমির, মোঃ গোলাম রব্বানী উপজেলা কর্মপরিষদ ও যুব সভাপতি ঘোড়াঘাট উপজেলা ও মো: হুমায়ুন কবির ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন সেক্রেটারি।