খানসামা

খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রিন্ট
খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি : প্রতীকী ছবি


প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৯


দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে। সম্প্রতি তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী চাচার বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অনিত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।