আসন্ন শারদীয় দূর্গো উৎসব যাতে সুশৃঙ্খল, সুন্দর এবং নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারে এই কামনা করে সনাতন ধর্মাবলম্বী নেতা সাথে শুভেচ্ছা বিনিময় কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি ধর্মীয় উন্মাদনাকে অতীতে প্রশ্রয় দেয়নি এখনোও দিবেনা ভবিষ্যতেও দিবেনা। আগামীর বাংলাদেশ হবে শান্তি,সমৃদ্ধ,সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাটে দুপুরের দিকে উপজেলা সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।পরে উপজেলা ও পৌরসভা মিলে ৩৪ টি মন্দির কমিটির মাঝে অর্থ প্রদান করা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, আমরা সবাই ঐক্য বদ্ধ থেকে বিএনপি হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের বাংলাদেশ দেশ হবে সুশাসনের বাংলাদেশ, কোন ধরনের সাম্প্রদায়িক অশান্তি থাকবে না, কোন ধরনের বৈষম্য থাকবে না,কোন ধরনের বেআইনী শাসন থাকবে না এবং সর্বপরি অন্যায়, দূর্ণীতি এবং সব কিছু উর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একটি সুন্দর সুশাসনের, আগামীর প্রজন্মের জন্য বাস যোগ্য বাংলাদেশের গড়ব। সেলক্ষ্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
জাহিদ হোসেন আরও বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা যে বা যারাই চেষ্টা করবে, দেশের মানুষকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে বিএনপির প্রতিহত করবে। এই দূর্গা পূুজা আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে আপনারা নির্বিঘ্নে, সংকচিত্তে এবং নিষ্ঠার সাথে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আপনারা পালন করতে পারেন সেজন্য বিএনপি সকল নেতা-কর্মী অতীতেও আপনার পাশে সব সময় থেকেছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্ব ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এসময় উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতামত