আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে এবং এই ভ্যাকসিন শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ জানান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে।এক ডোজের ইনজেকটেবল এই টাইফয়েড টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে বলে তিনি জানান।
সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল সরকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওএমসিএইচ)ডাঃ দেবব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জোবাইদা নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম কে এ জিন্নাত আলী,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ লুৎফর রহমান প্রমূখ।
টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। ১ আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে এই টিকা গ্রহণ করা যাবে।
মতামত