নবাবগঞ্জ

নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি আল মামুন, জিএস আরিফ

প্রিন্ট
নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি আল মামুন, জিএস আরিফ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৭



গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদ পুর ইউনিয়নের মোগরপাড়া ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন কমিটি গঠন হয়। এ সময় আল মামুন সভাপতি, আরিফ হোসেন কে সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ কে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন ও মাহমুদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিল রহমান ও উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, বিভিন্ন জটিলতা ও কেন্দ্রের নির্দেশনা না থাকায় দীর্ঘ এক যুগ ধরে মাহমুদ পুর ইউনিয়ন ছাত্রদলের কমিটির কার্যক্রম বন্ধ ছিলো।

মাহমুদ পুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির সভাপতি আল মামুন জানান, আমরা আশাবাদী আমাদের এই নতুন কমিটি সুন্দরভাবে দলের জন্য কাজ করে যাবে।

এদিকে ইউনিয়ন ছাত্রদলের নব গঠিত কমিটিকে দলীয় নেতা-কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।