কাহারোল

কাহারোলে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৫


দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজা উদযাপনে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীমের সভাপতিিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল-বোচাগঞ্জ (সার্কেল) সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, আবাসিক মেডিকেল অফিসার তনিমা রায়। 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবাইদা নাজনিন,উপজেলা জামায়াতের আমির মোঃ তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, উপজেলা এনসিপির আহ্বায়ক কাবির আনাম, ইসলামী যুব আন্দোলনের শ্রমিক বিভাগের জেলা সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু নির্মল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নিরোদ চন্দ্র রায় সহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ । এবার উপজেলার ছয়টি ইউনিয়নে তালিকাভুক্ত ৯৭ টি দুর্গা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে