খানসামা

খানসামায় ১৩৬টি দূর্গা পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সমন্বয় সভা

প্রিন্ট
খানসামায় ১৩৬টি দূর্গা পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সমন্বয় সভা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৯


 শারদীয় দূর্গাপূজা-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার।

সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ নজমূল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিছুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ১৩৬টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সকল সংগঠন পূজার সময় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সমন্বিত প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়।