বীরগঞ্জ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড

প্রিন্ট
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৮


দিনাজপুরে বীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক বীরগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন। 

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে মো: তাহিরুল ইসলাম (২৭) ও পৌরসভার মাকড়াই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: সিরাজুল ইসলাম (৩০) বুধবার(১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার দিকে পৌরশহরের সুইচ গেট এলাকায় 

ট্যাপেন্ডা মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারার অপরাধে তাদের দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমান করেন ভ্রাম্যমান আদালত। এসময় বীরগঞ্জ থানা পুলিশ ফোর্স অভিযানে সহযোগিতা করে। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।