কাহারোল

কাহারোলে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড

প্রিন্ট
কাহারোলে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫২


দিনাজপুরে কাহারুল উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এই দণ্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন ৫ নং সুন্দরপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে মোঃ মকসেদ আলী (৪৫) । 

বুধবার সন্ধ্যায় ১৬ মাইল নামক স্থানে  মাদক সেবনের অভিযোগে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারার অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত।