দিনাজপুরে ধর্ষণ মামলার বাদিনীকে আসামী ও তার সঙ্গী কর্র্তৃক ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকী দেয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এক ভুক্তভোগী নারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোবাইলে যোগাযোগের মাধ্যমে পরিচয় হয় ঠাকুরগাও সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আবু তালেবের সঙ্গে। যোগাযোগের এক পর্যায়ে ওই নারীকে একটি ভালো চাকুরী দেয়ার কথা বলে গভীর সম্পর্ক তৈরী করেন। এক পর্যায়ে খারাপ প্রস্তাব দেয়। তার অসৎ উদ্দেশ্য বুঝতে না পেরে সরল মনে তার সাথে বিভিন্ন স্থানে দেখা করেন ওই নারী।
ওই নারী অভিযোগ করেন, এক পর্যায়ে বিবাহ করার কথা বলে আমাকে একাধিক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে আমি তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে বিবাহের কথা বলে আসামী আমাকে বিবাহ না করে বিভিন্ন প্রকার হুমকী ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ২০ মার্চ আমি বিজ্ঞ জেলা দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষনের মোকাদ্দমা করি। মামলা করার পর থেকে আসামী ও তার সঙ্গীয়রা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং মামলা তুলে না নিলে আমাকে হত্যা করে আমার লাশ গুম করবে মর্মে ভয়ভীতি ও হুমকী দেয়।
আসামীকে অবিলম্বে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ করেন ওই ভুক্তভোগী নারী।
মতামত