দিনাজপুর সদর

সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহর ইন্তেকাল; জানাজা ও দাফন সম্পন্ন

প্রিন্ট
সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহর ইন্তেকাল; জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, রাত ২:২৯



দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইনা....রাজউন)। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

বুধবার সকাল ৮টায় দিনাজপুরর জিয়া হার্ট ফাউন্ডশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। 

বুধবার বাদ আছর দিনাজপুর একাডমি স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহিষকোঠা গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। 

নামাজে জানাজায় দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।