দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাজনৈতিক মামলায় আ'লীগের কর্মী গোলাম রব্বানীকে (৪০) আটক করেছে থানা পুলিশ । আটক ব্যক্তি উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। আটক গোলাম রব্বানী নিষিদ্ধ আ'লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হিলি রাজধানী মোড় থেকে তাকে আটক করা হলেও আজ তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর(রাজধানী মোড়)এলাকার আব্দুর রহিমের ছেলে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দক্ষিন বাসুদেবপুর (রাজধানী মোড়)এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তিনি উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ এর ম্যানেজার ছিলেন। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত থাকায় রাজনৈতিক মামলায় সন্দেহ ভাজন আসামী ছিলেন।এ কারনে তাকে আটকের অভিযান চালায় পুলিশ। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি গতকাল রবিবার হিলিতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে আটক করা হয়। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের পূর্বক আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রবিবার গোলাম রব্বানীকে আটকের খবর পেয়ে ওই দিন বিকেলই উৎসুক জনতা থানার সামনে দীর্ঘক্ষন আটক ব্যক্তির বিচারের দাবীতে বিক্ষোভ করেন। আমরা তাকে গ্রেফতার ও তার বিচারের বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হলে পরিস্থিতি শান্ত হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত