দিনাজপুরের কাহারোল উপজেলায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭ কেজি গাঁজা ও নগদ টাকাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত চলমান অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের গড়মল্লিকপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মমিন হোসেন (৪০) এর নিজ বাড়ী তল্লাশি করে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩১ হাজার ৬'শ টাকাসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ মূল্য ২ লক্ষ ৭ হাজার টাকা বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরবর্তীতে আটককৃত মমিন হোসেন কে আসামী করে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজির উল্লাহ্।
কাহারোল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাজা ও নগদ টাকা সহ একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহারোল থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।
মতামত