বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে অসহায়, গরীব, দুস্থ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপুর আয়োজনে শহরের গোর-এ শহীদ মাঠসহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয় ।
এসময় জেলা যুবদলের সদস্য রাকিব হোসেন রকি, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা মোকাররম হোসেন, ছাত্র নেতা বাদশা আল কাওসারসহ অন্যান্যরা উপস্থিত।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে গরীব, অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এটা আজকে নতুন নয়। আমি বিগত ১৭ বছর ধরে বিএনপির দুঃসময় থেকেই আয়োজন করে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির জন্মই হয়েছে মানুষের মঙ্গলের জন্য। আগামীতেও এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত