বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর বিএনপির আয়োজনে জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সভাপতি শাহীন সুলতানা বিউটি পৌর বিএনপি'র সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাবেক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের বড় ছেলে শাহরিয়ার আক্তার হক ডন, বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি, ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই দিন সকালে কোতোয়ালি বিএনপি'র আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এই দিন সকালে শহরের মডার্ন মোড় থেকে একটি মোটরসাইকেল র্যালি বের হয়ে গোর-এ শহীদ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় কোতোয়ালি বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোকারম হোসেনসহ দশটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মতামত