নবাবগঞ্জ

নবাবগঞ্জে "মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির" উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রিন্ট
নবাবগঞ্জে "মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির" উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৪৯ আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৫৪

\'পৃথিবীর সর্বোচ্চ সেবা করতে চান, তাহলে মুমূর্ষু রোগীকে করুন রক্তদান’ এই স্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন বৃক্ষরোপণ কর্মসূচি ও নতুন অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার  মোগরপাড়া ডিগ্রী কলেজ মাঠে সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে কয়েক শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

জানা যায়, স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘ মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ’ সংগঠনটি যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম প্রায় ৩ বছর যাবত উপজেলার বিভিন্ন জায়গায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর মাহফুজ ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আঃ মতিন ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল ও ঘোড়াঘাট বন্ধু ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আসহাব শোভন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতলুবুর রহমান সুজন ও মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ কবির, জেলা শাখার যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ কবির ও মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ছাহিবুর রহমান, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি সহ  উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।