কাহারোল

কাহারোলে স্কাউটিং দলের বার্ষিক তাবুবাস ও সমাপনী অনুষ্ঠান

প্রিন্ট
কাহারোলে স্কাউটিং দলের বার্ষিক তাবুবাস ও সমাপনী অনুষ্ঠান

ছবি : কাহারোলে স্কাউটিং দলের বার্ষিক তাবুবাস ও সমাপনী অনুষ্ঠান।


প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৪:০১

" বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় স্কাউটিং দলের বার্ষিক তাবুবাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 শনিবার (২৩ আগস্ট ২০২৫) রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (২১ থেকে ২৩ আগস্ট ২০২৫) ৩ দিনব্যাপী গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং বার্ষিক তাবুবাস ও সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে স্কাউটিং বিষয়ক  উপদেশ মূলক বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম প্রমূখ । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা,অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকমন্ডলী ও  সুধীজন উপস্থিত ছিলেন।