ছবি : নবাবগঞ্জে সাবেক ছাত্রনেতার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এজেএম শাহাবুদ্দিন সুজন।
শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে ১ নং জয়পুর ইউনিয়নের ভাগলপুর বাজার কালিরহাটে ও আফতাবগঞ্জ বাজারে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।
এ সময় সাবেক এ ছাত্রনেতার গাড়ি বহরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে লিফলেট বিতরণ করেন।
সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো এ দেশে অপশাসন, দুর্নীতি ও গুম খুন হবে না।
তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্ট দোসরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে।
মতামত