নবাবগঞ্জ

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে গ্যাস প্রয়োগ করে মাছ নিধন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতাশায় ভুগছে মৎস্য চাষী

প্রিন্ট
নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে গ্যাস প্রয়োগ করে মাছ নিধন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতাশায় ভুগছে মৎস্য চাষী

ছবি : নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে গ্যাস প্রয়োগ করে মাছ নিধন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতাশায় ভুগছে মৎস্য চাষী।


প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৮:৪৫ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৮:৪৮

দিনাজপুরের নবাবগঞ্জে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

গত ২০ তারিখ বুধবার দিবাগত রাতে উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নে চামুন্ডা জামবাড়ি গ্রামের মোঃ তোজ্জাম্মেল নামে এক মৎস্যচাষির পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। 

মৎস্য চাষী তোজ্জাম্মেল হক বলেন, কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ৩৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

জানা গেছে, ১ নং জয়পুর ইউনিয়নের চামুন্ডা জামবাড়ি গ্রামের মৎস্য চাষি মোঃ তোজ্জাম্মেল হক  তার নিজ বাড়ি থেকে ১ কিমি দুরে প্রায় ৬৩ বিঘা পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছেন। পুকুরটিতে চাষ করা পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০  লক্ষাধিক টাকার মাছ মারা যায়। 

মৎস্য চাষি আরও জানান, রাতের আধারে দূর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে প্রায় ৩৫০ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমার কি হবে? যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে আফতাবগঞ্জ ফাড়ি ইনচার্জ সিরাজুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।