বিএনপি

বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

প্রিন্ট
বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ছবি : বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:১২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ২২ আগস্ট বিকেলে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সবুজ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আজাহারুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুনবী ওয়ার্ড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহবায়ক  মোঃ আব্দুল জব্বার।

এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেককে আরো সংগঠিত হতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। আপনাদের মতামত ও পরামর্শই আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক, কৃষক, যুবক, ছাত্রসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় ভ‚মিকা অপরিহার্য।

এ সময় তিনি তৃণমূল নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আমরা সবাই মিলে মাঠে থাকব, জনগণের পাশে থাকব।